পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা আফরোজ এর জনসচেতনতা।
পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা আফরোজ করোনা সংক্রমণ এড়াতে জনসচেতনতা চালিয়ে যা”েছন
শাহারল ইসলাম, পলাশবাড়ী থেকে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের বাড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নভেলা-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা আফরোজ জনসচেতনতার পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বাড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার জনগনের উদ্দেশ্যে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা আফরোজ বলেন, নভেল-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে নিজ বাড়িতে থাকুন, অকারণে বাড়ি থেকে বের হবেন না। প্রয়োজন ছাড়া বাহিরে চলাফেরা না করে নিজ বাড়িতে থাকুন, নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। ছোট ছোট শিশু বা”চাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, করোনা সংক্রমণ এড়াতে তোমরা নিজ নিজ বাড়িতে খেলাধুলা কর। প্রয়োজনে বাবা-মার সঙ্গে খেলাধুলা করার পরামর্শ প্রদান করেন এবং সামাজিক দুরুত্ব বজায় রাখার আহবান জানান ।